বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৪:২৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ১১৬ বার পঠিত
বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এসময় বিদ্যুতের দাম বৃদ্ধির মত গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রতাহারের দাবি করে দলটি। শনিবারে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতের শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন। মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন ও ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, সহকারী প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন প্রমূখ।
হেলাল উদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ এমনিতেই বিপর্যস্ত। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়ছে। তার উপরে উন্নয়নের বুলি আওড়ানো আওয়ামী সরকার দাম সমন্বয়ের নামে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনগণের জীবনকে আরও দুর্বিসহ করে তুলেছে। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে বাসা ভাড়াসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের মুল্যও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বিদ্যুৎ বিভাগে চরম দুর্নীতি ও লুটপাটের কারণে সরকার গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণে ব্যর্থ হচ্ছে। অথচ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সমন্বয়ের নামে পর্যায়ক্রমে ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। সর্বশেষ গত বছর ২৮ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। জনগণের কথা চিন্তা না করে সরকার আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা সম্পুর্ণ অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই গণবিরোধী এই সিদ্ধান্ত প্রতাহারের দাবি করছি। সূত্র : বাংলাদেশ জার্নাল।