নিউইয়র্ক ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘ভোটার তালিকায় অসঙ্গতি, সংস্কার না হলে ব্যাহত হবে নির্বাচন’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / ৪০ বার পঠিত

বিদ্যমান ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা কমে গিয়েছে। তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ভোটার তালিকা সংশোধন, জনগণের অভিযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন, নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ ও মতামত জানা একান্তভাবে দরকার। নির্বাচনী অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসঙ্গতি থাকলে সেগুলোর পরিবর্তন করা আবশ্যক।

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায়, সে উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দায়িত্ব অনুযায়ী সকল অংশীজনের মতামত নিয়ে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেবো।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।

তিনি বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিলো। সে সময়ে নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন।

মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন, সদস্য সাদিক আরমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সূত্র : দেশ রুপান্তর।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘ভোটার তালিকায় অসঙ্গতি, সংস্কার না হলে ব্যাহত হবে নির্বাচন’

প্রকাশের সময় : ০৩:২৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

বিদ্যমান ভোটার তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, জনসংখ্যার বিবেচনায় ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা কমে গিয়েছে। তালিকা সঠিক না হলে নির্বাচন ব্যাহত হবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ভোটার তালিকা সংশোধন, জনগণের অভিযোগ বিবেচনায় নিয়ে প্রয়োজনে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ, নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন, নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে করণীয় বিষয়ে সবার পরামর্শ ও মতামত জানা একান্তভাবে দরকার। নির্বাচনী অপরাধের সুযোগ বন্ধ এবং নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে পদ্ধতিগত অসঙ্গতি থাকলে সেগুলোর পরিবর্তন করা আবশ্যক।

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায়, সে উদ্দেশ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। দায়িত্ব অনুযায়ী সকল অংশীজনের মতামত নিয়ে আমরা এ বিষয়ে প্রতিবেদন জমা দেবো।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বলেন, কীভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।

তিনি বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিলো। সে সময়ে নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন।

মতবিনিময় সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন, সদস্য সাদিক আরমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) এম এম শাকিলুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সূত্র : দেশ রুপান্তর।