ওবায়দুল কাদেরের কথায় প্রমাণ, তারা ভারতের দয়ায় ফের ক্ষমতায়
- প্রকাশের সময় : ০২:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ১২৭ বার পঠিত
আওয়ামী সরকারের মূলশক্তি জনগণ নয়, প্রভুরাষ্ট্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার পুরান ঢাকার লালবাগে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্না দেয় না। ওবায়দুল কাদের বলেছেন- ‘বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে।’ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিদেশে আমাদের কোনো প্রভু নেই। দেশের জনগণই আমাদের শক্তি। কিন্তু বর্তমান সরকারের মূলশক্তি জনগণ নয়, প্রভুরাষ্ট্র।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা বলেছে, বিএনপি বিদেশিদের কাছে ধর্না দেয়। এখন ওবায়দুল কাদেরের কথায় প্রমাণ হয়েছে এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। ভারতের দয়ায় জোর করে আবারও ক্ষমতায় এসেছে।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা নিজ স্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে। জনগণের স্বার্থরক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য প্রভুরাষ্ট্রের স্বার্থরক্ষা করা। তাই দমন-পীড়ন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখছে আওয়ামী লীগ।
তিনি বলেন, ষড়যন্ত্র করে জনগণের সঙ্গে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতা দখল করে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে সরকার। এ থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি। সূত্র : জাগোনিউজ
হককথা/নাছরিন