নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে
- প্রকাশের সময় : ০৪:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ পিঠা পাঠানো হচ্ছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে যুগপৎ আন্দোলনে যুক্ত নেতাদের বাসায় শীতের পিঠা উপহার পাঠিয়েছে। ১৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে। জানা গেছে, সোমবার ২০ দলের নেতার বাসায় এবং মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ২২ নেতার বাসায় এই পিঠা পাঠানো হয়েছে। বুধবারের মধ্যেই সকল দলের নেতাদের মাঝে পৌঁছে দেওয়া হবে তারেক রহমানের দেওয়া শীতকালীন পিঠা।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে গত ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তারা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। এই স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগেরই নেতা। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। সূত্র : যুগান্তর
হককথা/নাছরিন