নিউইয়র্ক ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে আরও ৬ মাস সময় নিচ্ছে ইসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / ৬০ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সংশোধনের জন্য অপেক্ষমাণ ৪ লাখ আবেদন নিষ্পত্তিতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ভোটার নিবন্ধনের তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের (ইসি) কমকর্তারা তা নিয়ে ব্যস্ত আছেন। ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে। সেগুলো ৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি ডিজি এ কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, “আমরা ৩ লাখ ৭৮ হাজারের একটি আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শেষ করার একটি বিষয় আপনাদের বলেছিলাম। তারপর আমাদের একটা প্রক্রিয়া শেষ করে যখন আমরা কাজ শুরু করতে যাই তখন ২৯ ডিসেম্বর। ইতিমধ্যে আড়াই মাস পার হয়ে গেছে।’ গত বছরের ১৯ ডিসেম্বর সাংবাদিকদের তৎকালীন এনআইডি ডিজি বলেছিলেন, “আগামী তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।” তবে তিন মাস পাঁচদিন পরে এসে সেটি এই সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে না বলে জানান তিনি। এনআইডি ডিজি বলেন, “গত ১৬ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, আমরা আগের আবেদনসহ দুই লাখ ৭৮ হাজার আবেদন শেষ করতে পেরেছিলাম। আমাদের কাছে আরও ৩ লাখ ২ হাজার আবেদন জমা পড়ে আছে।” এ এস এম হুমায়ুন কবীর বলেন, “এখন ভোটার নিবন্ধনের কাজ চলছে। কর্মকতারা বেশ ব্যস্ত। ২২ মার্চ পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ভোটারের নিবন্ধন হয়েছে। ভোটার নিবন্ধনের কাজে ব্যস্ত থাকায় কর্মকর্তারা এনআইডি সংশোধনের কাজে মন দিতে পারেননি।”

এনআইডি ডিজি জানান, “ভোটার নিবন্ধনের কাজ শেষ হবে ৫ মে। ৫ মে পর্যন্ত অফিসাররা ব্যস্ত। এই ব্যস্ততার কারণে এনআইডি সংশোধনে মনযোগ দিতে পারিনি। এই জন্য সিদ্ধান্ত হয়েছিল যে, আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। যখন ভোটার নিবন্ধনের কাজটা কমে আসবে তখন আমরা পুরো মনযোগ সেখানে দিতে পারব।” তিনি আরও বলেন, “এরইমধ্যে ২ লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি হওয়ায় আমাদের আত্মবিশ্বাস জন্মেছিল যে জুনের মধ্যে কাজটা শেষ করতে পারব। এর মধ্যে যেসব আবেদন জমা পড়বে, সেগুলোর কিছু হয়ত থেকে যাবে। কারণ আমরা জনবল বাড়াতে পারব না।”

এনআইডি সংশোধনের জন্য কাঠামোবদ্ধ কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা তিনটি ছক তৈরি করেছি। যারা বিদেশে থেকে ভোটার হচ্ছেন তাদের জন্য একটি ছক, চাকরিজীবীদের জন্য একটি এবং জেনারেল ছক। এই কাজ চলছে। প্রত্যেক জেলা-উপজেলায় যেন নিয়মিত এনআইডি আবদেন সংশোধনের প্রক্রিয়া মনিটরিং করা যায়, সেই সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।”

এনআইডি সংশোধনের কাজে আর্থিক লেনদেনে অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে এনআইডি ডিজি বলেন, “কিছু কিছু জায়গায় এই চক্র কাজ করছে। কেউ কেউ টাকা পয়সা নিয়েছে এমন অভিযোগও আমি পেয়েছি। এ ক্ষেত্রে আমরা ডিবিকে কাজে লাগিয়েছি। চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। ঠাকুরগাঁওয়ে আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদীতে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।” সূত্র : সাম্প্রতিক দেশকাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তিতে আরও ৬ মাস সময় নিচ্ছে ইসি

প্রকাশের সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সংশোধনের জন্য অপেক্ষমাণ ৪ লাখ আবেদন নিষ্পত্তিতে আরও ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ভোটার নিবন্ধনের তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের (ইসি) কমকর্তারা তা নিয়ে ব্যস্ত আছেন। ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে। সেগুলো ৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি ডিজি এ কথা বলেন।

হুমায়ুন কবীর বলেন, “আমরা ৩ লাখ ৭৮ হাজারের একটি আবেদন তিন মাসের ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শেষ করার একটি বিষয় আপনাদের বলেছিলাম। তারপর আমাদের একটা প্রক্রিয়া শেষ করে যখন আমরা কাজ শুরু করতে যাই তখন ২৯ ডিসেম্বর। ইতিমধ্যে আড়াই মাস পার হয়ে গেছে।’ গত বছরের ১৯ ডিসেম্বর সাংবাদিকদের তৎকালীন এনআইডি ডিজি বলেছিলেন, “আগামী তিন মাসের মধ্যে ঝুলে থাকা পৌনে চার লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।” তবে তিন মাস পাঁচদিন পরে এসে সেটি এই সময়ের মধ্যে নিষ্পত্তি হচ্ছে না বলে জানান তিনি। এনআইডি ডিজি বলেন, “গত ১৬ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, আমরা আগের আবেদনসহ দুই লাখ ৭৮ হাজার আবেদন শেষ করতে পেরেছিলাম। আমাদের কাছে আরও ৩ লাখ ২ হাজার আবেদন জমা পড়ে আছে।” এ এস এম হুমায়ুন কবীর বলেন, “এখন ভোটার নিবন্ধনের কাজ চলছে। কর্মকতারা বেশ ব্যস্ত। ২২ মার্চ পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ভোটারের নিবন্ধন হয়েছে। ভোটার নিবন্ধনের কাজে ব্যস্ত থাকায় কর্মকর্তারা এনআইডি সংশোধনের কাজে মন দিতে পারেননি।”

এনআইডি ডিজি জানান, “ভোটার নিবন্ধনের কাজ শেষ হবে ৫ মে। ৫ মে পর্যন্ত অফিসাররা ব্যস্ত। এই ব্যস্ততার কারণে এনআইডি সংশোধনে মনযোগ দিতে পারিনি। এই জন্য সিদ্ধান্ত হয়েছিল যে, আগে ভোটার নিবন্ধনের কাজ শেষ হোক। যখন ভোটার নিবন্ধনের কাজটা কমে আসবে তখন আমরা পুরো মনযোগ সেখানে দিতে পারব।” তিনি আরও বলেন, “এরইমধ্যে ২ লাখ ৭৮ হাজার আবেদন নিষ্পত্তি হওয়ায় আমাদের আত্মবিশ্বাস জন্মেছিল যে জুনের মধ্যে কাজটা শেষ করতে পারব। এর মধ্যে যেসব আবেদন জমা পড়বে, সেগুলোর কিছু হয়ত থেকে যাবে। কারণ আমরা জনবল বাড়াতে পারব না।”

এনআইডি সংশোধনের জন্য কাঠামোবদ্ধ কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “আমরা তিনটি ছক তৈরি করেছি। যারা বিদেশে থেকে ভোটার হচ্ছেন তাদের জন্য একটি ছক, চাকরিজীবীদের জন্য একটি এবং জেনারেল ছক। এই কাজ চলছে। প্রত্যেক জেলা-উপজেলায় যেন নিয়মিত এনআইডি আবদেন সংশোধনের প্রক্রিয়া মনিটরিং করা যায়, সেই সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।”

এনআইডি সংশোধনের কাজে আর্থিক লেনদেনে অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে এনআইডি ডিজি বলেন, “কিছু কিছু জায়গায় এই চক্র কাজ করছে। কেউ কেউ টাকা পয়সা নিয়েছে এমন অভিযোগও আমি পেয়েছি। এ ক্ষেত্রে আমরা ডিবিকে কাজে লাগিয়েছি। চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। ঠাকুরগাঁওয়ে আমাদের একজন ডাটা এন্ট্রি অপারেটরকে ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে। নরসিংদীতে দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।” সূত্র : সাম্প্রতিক দেশকাল।