নিউইয়র্ক ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানিয়েছেন ড. ইউনূস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৪৮ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেছেন, দেশব্যাপী নিজেদের সংগঠিত করে তুলছে শিক্ষার্থীরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র‌্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ড. ইউনূস বলেন, ‘শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে। জীবন দেয়ার জন্য কী করছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। কারণ, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে, সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান।’

তিনি বলেন, ‘তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শে নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ।’ তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরাসরি মাঠে নামলে সব রকম রাজনীতিবিদের সঙ্গে তারা যুক্ত হবেন।

তারা তখন নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারবে কিনা, তা এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে একটা সুযোগ তো নিতেই হবে। শিক্ষার্থীরা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। দেশব্যাপী নিজেদের তারা সংগঠিত করে তুলছে। সাক্ষাতকারে সিরিয়ার উদাহরণ টেনে ড. ইউনূস বলেন, ‘দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে। কারণ, তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে।’ সূত্র : এখন টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানিয়েছেন ড. ইউনূস

প্রকাশের সময় : ০৪:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে এ কথা জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. ইউনূস বলেছেন, দেশব্যাপী নিজেদের সংগঠিত করে তুলছে শিক্ষার্থীরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র‌্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। ‘র‌্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ড. ইউনূস বলেন, ‘শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে। জীবন দেয়ার জন্য কী করছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। কারণ, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে, সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান।’

তিনি বলেন, ‘তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শে নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ।’ তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরাসরি মাঠে নামলে সব রকম রাজনীতিবিদের সঙ্গে তারা যুক্ত হবেন।

তারা তখন নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারবে কিনা, তা এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে একটা সুযোগ তো নিতেই হবে। শিক্ষার্থীরা প্রস্তুত। তারা প্রচারণা চালাচ্ছে। দেশব্যাপী নিজেদের তারা সংগঠিত করে তুলছে। সাক্ষাতকারে সিরিয়ার উদাহরণ টেনে ড. ইউনূস বলেন, ‘দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে। কারণ, তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে।’ সূত্র : এখন টিভি।