মামলার হাজিরা দিতে দেশে ফিরছেন ড. ইউনূস
- প্রকাশের সময় : ০২:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ৫১ বার পঠিত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাজিরা দিতে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (১ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। তিনি বলেন, মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১০টার পর দুদকের মামলায় হাজিরা দিতে ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে যাবেন ড. মুহাম্মদ ইউনূস। সেখানে জামিনের মেয়াদ বাড়ানোর জন্যও আবেদন করবেন তিনি।
এর আগে গত ৩ মার্চ ড. ইউনূসসহ সাতজনকে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জামিন দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ড. ইউনূসসহ সাতজনের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেন।তারই ধারাবাহিকতায় আগামীকাল তিনি হাজির হবেন। সূত্র : সাম্প্রতিক দেশকাল।