নিউইয়র্ক ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চট্টগ্রাম বিমানবন্দরে চিকিৎসকের কাছে মিলল সোনার বার, আটক ২

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / ৫০ বার পঠিত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ এম জেড এ শরীফ নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে আলাউদ্দিন নামে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

ডা. এম জেড এ শরীফ ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া আটক আলাউদ্দিন শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে চট্টগ্রামে ফিরেছেন। অভিযানের বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন বলেন, এক চিকিৎসককে তল্লাশি করে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন এক যাত্রী তাকে বারগুলো দিয়েছেন। পরে ওই যাত্রীকেও আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে প্রায় এক কোটি টাকা দামের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। সূত্র : ঢাকা পোস্ট।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চট্টগ্রাম বিমানবন্দরে চিকিৎসকের কাছে মিলল সোনার বার, আটক ২

প্রকাশের সময় : ০৪:৪০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি সোনার বারসহ এম জেড এ শরীফ নামে এক চিকিৎসককে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে আলাউদ্দিন নামে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়। সোমবার (২৯ জানুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

ডা. এম জেড এ শরীফ ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা। তিনি বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া আটক আলাউদ্দিন শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটযোগে চট্টগ্রামে ফিরেছেন। অভিযানের বিষয়ে বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন বলেন, এক চিকিৎসককে তল্লাশি করে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন এক যাত্রী তাকে বারগুলো দিয়েছেন। পরে ওই যাত্রীকেও আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে, শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে প্রায় এক কোটি টাকা দামের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। সূত্র : ঢাকা পোস্ট।