‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে কমিশন’
- প্রকাশের সময় : ০৭:১৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৪৯ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সৃষ্টি হতে হবে। সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে সিলেটের ৬টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। আজ শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেটের সার্কিট হাউসে এ মতবিনিময় সভা শুরু হয়।
এতে সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৫ জন প্রার্থী উপস্থিত আছেন। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে সিইসি তাদের সাথে আলোচনা করেন। এসময় প্রার্থীরাও তাদের নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন।
এরপর দুপুরে সিলেট জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শুরু হয় প্রধান নির্বাচন কমিশনারের। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।সূত্র : সাম্প্রতিক দেশকাল
হককথা/নাছরিন