সিলেটে ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম
- প্রকাশের সময় : ১১:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
- / ২৩৬ বার পঠিত
ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব ড. ইমাম শায়খ আলী উমর ইয়াকুব আল আব্বাসী সিলেট সফরে এসেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামীয়া কাজির বাজার মাদ্রাসায় আগমন করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের কবর জিয়ারত ও মোনাজাত শেষে মধ্যাহ্নভোজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান, শিক্ষক মাওলানা আব্দুল খালিক, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা নোমান চৌধুরী (তাবলিগের সাথি মাওলানা জুবায়েরপন্থি)। এছাড়া উপস্থিত ছিলেন ইমাম ও খতিবের একান্ত আস্থাভাজন ফরিদ আহমদ খান। সন্ধ্যা ৬টায় তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম দাড়িপাতন মাদ্রাসা মাঠে ইসলামি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন। সূত্র : যুগান্তর।


















