নিউইয়র্ক ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসিকে অভিনন্দন জানিয়েছেন কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ৪৮ বার পঠিত

চন্দ্রা আর্য ওভিক্টর ওহ

বাংলাদেশ ডেস্ক : একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় বাংলাদেশের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা। রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে কানাডীয় পার্লামেন্ট সদস্য চন্দ্রা আর্য ও সিনেটর ভিক্টর ওহ এ মত প্রকাশ করেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করা অবশ্যই সম্মানের। ঢাকায় পা রাখার আগেই আমরা কাজ শুরু করেছিলাম। এখানে আসার আগে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন খবর আমরা পড়েছি। বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি।

কানাডীয় পর্যবেক্ষকরা বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনের বর্জনের ডাক দিয়েছে। নির্বাচন বর্জনের পরেও ২৮টি রাজনৈতিক দল থেকে রেকর্ড সংখ্যক নারী ও ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গের) প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রসহ এক হাজার ৯০০ জনের বেশি প্রার্থী এই নির্বাচনে লড়েছেন। গতকাল, আজ ও আগামীকাল হরতাল ডেকেছে একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনের প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা আমরা দেখতে পেয়েছি।

তারা আরো জানান, বাংলাদেশে আসার পর বিভিন্ন দল ও মতের লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। নির্বাচন ও এর প্রক্রিয়া সম্পর্কে তাদের কাছ থেকে মতামত জেনেছি। সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রক্রিয়ায় অবাধ ও পরিপূর্ণ অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রার্থীরা ভোটারদের কাছে স্বাধীনভাবে যেতে পারছেন কিনা কিংবা তারা সন্তোষজনকভাবে নির্বাচনী প্রচার করতে পারছেন কিনা; সেই বিষয়েও আমরা খোঁজ নিয়েছি। ভোটকেন্দ্রে আসতে তরুণ ভোটারদের উৎসাহিত করতে ব্যাপক চেষ্টা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নিরসন করার সুযোগও বাংলাদেশের আইনে রয়েছে।

পর্যবেক্ষকরা আরো জানান, আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনী কার্যক্রম নিজেদের চোখে দেখেছি। ভোটকেন্দ্রগুলোতে আমাদের নিঃশর্ত প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও একটি ধর্মীয় সংখ্যালঘু-প্রধান এলাকায় আরেকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এই নির্বাচনী পর্যবেক্ষণ প্রক্রিয়ায় আমাদের কোথাও বাধার মুখে পড়তে হয়নি। স্বচ্ছ নির্বাচন করায় তারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।

সূত্র : বণিক বার্তা

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসিকে অভিনন্দন জানিয়েছেন কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা

প্রকাশের সময় : ০৪:৩৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ ডেস্ক : একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় বাংলাদেশের নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়েছে কানাডার নির্বাচন পর্যবেক্ষকরা। রোববার (৭ জানুয়ারি) বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে কানাডীয় পার্লামেন্ট সদস্য চন্দ্রা আর্য ও সিনেটর ভিক্টর ওহ এ মত প্রকাশ করেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, যে কোনো গণতান্ত্রিক দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রত্যক্ষ করা অবশ্যই সম্মানের। ঢাকায় পা রাখার আগেই আমরা কাজ শুরু করেছিলাম। এখানে আসার আগে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন খবর আমরা পড়েছি। বিবিসি, নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রতিবেদন আমরা দেখেছি।

কানাডীয় পর্যবেক্ষকরা বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনের বর্জনের ডাক দিয়েছে। নির্বাচন বর্জনের পরেও ২৮টি রাজনৈতিক দল থেকে রেকর্ড সংখ্যক নারী ও ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গের) প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্রসহ এক হাজার ৯০০ জনের বেশি প্রার্থী এই নির্বাচনে লড়েছেন। গতকাল, আজ ও আগামীকাল হরতাল ডেকেছে একটি বড় রাজনৈতিক দল। নির্বাচনের প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা আমরা দেখতে পেয়েছি।

তারা আরো জানান, বাংলাদেশে আসার পর বিভিন্ন দল ও মতের লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। নির্বাচন ও এর প্রক্রিয়া সম্পর্কে তাদের কাছ থেকে মতামত জেনেছি। সব রাজনৈতিক দলের নির্বাচনী প্রক্রিয়ায় অবাধ ও পরিপূর্ণ অংশগ্রহণের সুযোগ রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রার্থীরা ভোটারদের কাছে স্বাধীনভাবে যেতে পারছেন কিনা কিংবা তারা সন্তোষজনকভাবে নির্বাচনী প্রচার করতে পারছেন কিনা; সেই বিষয়েও আমরা খোঁজ নিয়েছি। ভোটকেন্দ্রে আসতে তরুণ ভোটারদের উৎসাহিত করতে ব্যাপক চেষ্টা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ থাকলে তা নিরসন করার সুযোগও বাংলাদেশের আইনে রয়েছে।

পর্যবেক্ষকরা আরো জানান, আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনী কার্যক্রম নিজেদের চোখে দেখেছি। ভোটকেন্দ্রগুলোতে আমাদের নিঃশর্ত প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও একটি ধর্মীয় সংখ্যালঘু-প্রধান এলাকায় আরেকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। এই নির্বাচনী পর্যবেক্ষণ প্রক্রিয়ায় আমাদের কোথাও বাধার মুখে পড়তে হয়নি। স্বচ্ছ নির্বাচন করায় তারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।

সূত্র : বণিক বার্তা

হককথা/নাছরিন