রাখাইনে বাংলাদেশ মিশন বন্ধ!
- প্রকাশের সময় : ০৪:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৯ বার পঠিত
মিয়ানমারে রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনস্যুলেট আপাতত ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এরই মধ্যে রোববার (১১ ফেব্রুয়ারি) পরিবারের সদস্যসহ বাংলাদেশ কনস্যুলেট থেকে তিনজনকে সরিয়ে নেয়া হয়েছে। অন্য ছয়জনের আগামী মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইয়াঙ্গুন পৌঁছানোর কথা।
এক ঊর্ধ্বতন কূটনীতিক বলেন, রাখাইনে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় মিশনটি বন্ধ করা হচ্ছে। এর আগে, রোববার সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে তার দফতরে মিয়ানমারের লোকজনকে ফেরত পাঠানোর বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই অব্যাহত আছে। এ পরিস্থিতিতে রাখাইনের সিত্তে থেকে বাংলাদেশ উপ-দূতাবাসের কূটনীতিকদের ইয়াঙ্গুনে সরিয়ে নেয়া হচ্ছে।
বর্তমানে সিত্তে বন্দরসহ রাখাইনের আশপাশের এলাকায় মিয়ানমার নৌবাহিনীর একাধিক জাহাজ আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের অংশ হিসেবে মোতায়েন রয়েছে। ৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ ও ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থা ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে দেশটির অন্তত ৩৩০ নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার থেকে ছোড়া গোলা ও গুলিতে এ পর্যন্ত বাংলাদেশি এক নারীসহ দুজন নিহত হয়েছে; আর গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৫ জন। সূত্র : সময়নিউজ।