নিউইয়র্ক ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ১৪৭ বার পঠিত

আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরো আওয়ামী লীগের নৌকা ও দলীয় স্বতন্ত্রদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দলটি। এ দিকে নির্বাচনের পরো যে ভোট পরবর্তী সংঘাত এখনো চলমান রয়েছে তা মিটাতে বিভাগ ভিত্তিকভাবে দলীয় নেতারা ঢাকায় বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে গণভবনের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব তথ্য জানান।

আওয়ামী লীগের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে ওবায়দুল কাদের জানান। বৈঠক থেকে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতা-কর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে, কিছু কিছু জায়গায় তা দূর করতে আমাদের দলের যে ৮টি বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট সকলকে ঢাকায় ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীকের প্রার্থিতা দেব কি না… এটা নিয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত যে, এবারের উপজেলা নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হবে না। নৌকা না দেওয়ার জন্য ওয়ার্কিং কমিটির সভায় এখন অভিমত পেশ করেছে। আমাদের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সবার অভিমতের সাথে তিনি ভিন্নমত প্রকাশ করেন না। তিনি বলেন, যেহেতু সবাই এখানে একই অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আপাতত এটা ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত। ওয়ার্কিং কমিটি যেটা সিদ্ধান্ত নেয়, মনোনয়ন বোর্ড সেই সিদ্ধান্ত বহাল করে। এটা মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার আগে বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।

উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও সারা দেশজুড়ে নির্বাচনী সংঘাত সহিংসতা কমছে না। যার বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে পরবর্তী ১০ দিনে ভোটকেন্দ্রিক সংঘাতে ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আট সদস্যসহ সাড়ে চার শতাধিক ব্যক্তি। ভোটের দিন ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ৩৪৫টি সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে। বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বুধবার জানিয়েছিল, ১৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুই মাসে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ২০০ জনের বেশি। সূত্র : ইনকিলাব

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না

প্রকাশের সময় : ০৩:৩১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

আগামী উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরো আওয়ামী লীগের নৌকা ও দলীয় স্বতন্ত্রদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দলটি। এ দিকে নির্বাচনের পরো যে ভোট পরবর্তী সংঘাত এখনো চলমান রয়েছে তা মিটাতে বিভাগ ভিত্তিকভাবে দলীয় নেতারা ঢাকায় বসবে বলে সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে গণভবনের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব তথ্য জানান।

আওয়ামী লীগের ওই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে ওবায়দুল কাদের জানান। বৈঠক থেকে উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতা-কর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে, কিছু কিছু জায়গায় তা দূর করতে আমাদের দলের যে ৮টি বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট সকলকে ঢাকায় ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীকের প্রার্থিতা দেব কি না… এটা নিয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত যে, এবারের উপজেলা নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করা হবে না। নৌকা না দেওয়ার জন্য ওয়ার্কিং কমিটির সভায় এখন অভিমত পেশ করেছে। আমাদের সভাপতি শেখ হাসিনা বলেছেন, সবার অভিমতের সাথে তিনি ভিন্নমত প্রকাশ করেন না। তিনি বলেন, যেহেতু সবাই এখানে একই অভিমত ব্যক্ত করেছেন। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আপাতত এটা ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত। ওয়ার্কিং কমিটি যেটা সিদ্ধান্ত নেয়, মনোনয়ন বোর্ড সেই সিদ্ধান্ত বহাল করে। এটা মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার আগে বিষয়টি নিয়ে আর কিছু বলতে চাই না।

উল্লেখ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও সারা দেশজুড়ে নির্বাচনী সংঘাত সহিংসতা কমছে না। যার বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে পরবর্তী ১০ দিনে ভোটকেন্দ্রিক সংঘাতে ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আট সদস্যসহ সাড়ে চার শতাধিক ব্যক্তি। ভোটের দিন ৭ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ৩৪৫টি সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটে। বেসরকারি সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বুধবার জানিয়েছিল, ১৫ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দুই মাসে নির্বাচনী সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ২০০ জনের বেশি। সূত্র : ইনকিলাব