বিজ্ঞাপন :   
                    
                    বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
																
								
							
                                
                              							  রিপোর্ট:									
								
                                
                                - প্রকাশের সময় : ০২:৩৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
 - / ১১৫ বার পঠিত
 
বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ সদস্য। সোমবার পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ শেষে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সরকারপ্রধান আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ছাড়াও অভিবাদন গ্রহণ করেন। সূত্র : মানবজমিন।
                                 Tag : 
                                বিজিবি                            
                   
                        
                            
																			
















