নিউইয়র্ক ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ১০৫ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টার শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণ করেন তারা। বাকি ৩ উপদেষ্টা অনুপস্থিত থাকায় পরবর্তীতে তাদের শপথ গ্রহণ অনুুুষ্ঠিত হবে। এর আগে ৯টা ২০ মিনিটে ড. মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।

এসময় সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবেশ করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ দলের সহযোগী অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের হামলা ও গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

এর আগে এদিন দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টার শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় শপথ গ্রহণ করেন তারা। বাকি ৩ উপদেষ্টা অনুপস্থিত থাকায় পরবর্তীতে তাদের শপথ গ্রহণ অনুুুষ্ঠিত হবে। এর আগে ৯টা ২০ মিনিটে ড. মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন।

এসময় সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌ-বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এর আগে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা প্রবেশ করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ দলের সহযোগী অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মী এবং পুলিশের হামলা ও গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্যান্য উপদেষ্টাগণ হচ্ছেন ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদিপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

এর আগে এদিন দুপুর ২টা ১০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।