নিউইয়র্ক ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩০ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি’র কমিশনার বলেন, ‘এখানে (কেন্দ্রীয় শহীদ মিনার) নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘটতি থাকবে না।’
শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ডিএমপি’র কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এখানে ইউনিফর্মে পুলিশ থাকবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব, ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলতে পারেন।’
সাংগঠনিকভাবে পুষ্পস্তবক অর্পণের জন্য পাঁচ জন এবং ব্যক্তিগত পর্যায়ে দুজন করে শহীদ মিনারে আসতে পারবেন। এবারেও এমন কোনো নির্দেশনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কেবিনেটের নির্দেশনা কিন্তু সেভাবেই আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমাদের সেভাবে অনুরোধ করেছে। এটা শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, কাউকে বাধ্য করব না। কিন্তু, আমরা অনুরোধ করব—দিনশেষে আপনি আপনার পরিবারের কাছেই ফিরবেন। ফলে, আপনি কোভিড নিয়ে এখান থেকে যান, সেটা আমরা চাই না। সংখ্যায় কম এলে আপনার যেমন ঝুঁকি কমবে, অন্যদের ঝুঁকিও কমবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বসেছি। তাঁরা থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত ঝুঁকির কথা পাওয়া যায়নি।’ খবর ইনকিলাব
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ৬ স্তরের নিরাপত্তা

প্রকাশের সময় : ০৫:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ডিএমপি’র কমিশনার বলেন, ‘এখানে (কেন্দ্রীয় শহীদ মিনার) নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘটতি থাকবে না।’
শনিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে ডিএমপি’র কমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘এখানে ইউনিফর্মে পুলিশ থাকবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব, ও সোয়াটের টিম থাকবে। ছয় স্তরের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলতে পারেন।’
সাংগঠনিকভাবে পুষ্পস্তবক অর্পণের জন্য পাঁচ জন এবং ব্যক্তিগত পর্যায়ে দুজন করে শহীদ মিনারে আসতে পারবেন। এবারেও এমন কোনো নির্দেশনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘কেবিনেটের নির্দেশনা কিন্তু সেভাবেই আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমাদের সেভাবে অনুরোধ করেছে। এটা শ্রদ্ধার জায়গা, আবেগের জায়গা। আমরা মানুষকে অনুরোধ করতে পারি, কাউকে বাধ্য করব না। কিন্তু, আমরা অনুরোধ করব—দিনশেষে আপনি আপনার পরিবারের কাছেই ফিরবেন। ফলে, আপনি কোভিড নিয়ে এখান থেকে যান, সেটা আমরা চাই না। সংখ্যায় কম এলে আপনার যেমন ঝুঁকি কমবে, অন্যদের ঝুঁকিও কমবে।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যারা গোয়েন্দা সংস্থায় কাজ করেন, তাঁদের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বসেছি। তাঁরা থ্রেট অ্যাসেসমেন্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। কোনো সংস্থা থেকে এখন পর্যন্ত ঝুঁকির কথা পাওয়া যায়নি।’ খবর ইনকিলাব
হককথা/এমউএ