নিউইয়র্ক ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ১২৯ বার পঠিত

ঢাকা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা শেষে আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খবর সাম্প্রতিক দেশকাল

চিকিৎসা শেষে ১২ দিন পর আজ সকালে তিনি হাসপাতাল ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমদ বলেন, আজ সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক কোনো সমস্যা নেই। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার পর কাদেরকে গত ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এনজিওগ্রামে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণ করা হয়।

এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তার চিকিৎসা চলে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের

প্রকাশের সময় : ১২:৪৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা শেষে আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে হাসপাতাল ছেড়েছেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।খবর সাম্প্রতিক দেশকাল

চিকিৎসা শেষে ১২ দিন পর আজ সকালে তিনি হাসপাতাল ছাড়েন।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমদ বলেন, আজ সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

তিনি বলেন, ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার শারীরিক কোনো সমস্যা নেই। তাই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার পর কাদেরকে গত ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এনজিওগ্রামে তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণ করা হয়।

এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তার চিকিৎসা চলে।