নিউইয়র্ক ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

হজের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়ল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ৬৯ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি দূতাবাস আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে। রোববার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ করা হলো। যেকোন তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল।

আরোও পড়ুন । বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে নিবন্ধন শেষ হয়েছে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে।

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

হজের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় বাড়ল

প্রকাশের সময় : ১১:৩৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

বাংলাদেশ ডেস্ক : হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সৌদি দূতাবাস আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে। রোববার (৩০ এপ্রিল) হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো।

এতে আরও বলা হয়, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ করা হলো। যেকোন তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল।

আরোও পড়ুন । বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন : আইএমএফ প্রধান

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে নিবন্ধন শেষ হয়েছে। হজ ফ্লাইট শুরু হবে আগামী ২১ মে।

বেলী / হককথা