সীমিত লোক নিয়ে হবে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

- প্রকাশের সময় : ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ৪৮ বার পঠিত
ঢাকা ডেস্ক : করোনা মহামারির কারণে এবার সীমিত সংখ্যক লোক নিয়ে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এমনটাই জানানো হয়।
প্রকাশিত বিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করবেন। করোনা মহামারির কারণে সার্বিক বিষয় বিবেচনায় প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের সময় নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ সেখানে উপস্থিত থাকতে পারবেন না।
আগামীকাল তাদের শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত থাকতে পারবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, এছাড়াও এই দুই মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিভাগীয় কমিশনার এবং সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জিওসি। খবর বাংলাদেশ জার্নাল