নিউইয়র্ক ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত অন্তত ৫

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৪০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
  • / ৪৮ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷ মৃতের এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা৷ বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে৷

বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন বলে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন৷ তিনি বলেন, ‘‘বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে৷ এতে অনেকে হতাহত হয়েছেন৷ সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল৷ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ৷ বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷ বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷

বিস্ফোরণের পর প্ল্যান্ট থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা

সেখানে উদ্ধার কাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম স্থানীয় সময় সন্ধ্যার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার কাজ অব্যাহত রয়েছে৷” বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা৷ বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতেও দেখেছেন তারা৷

বিস্ফোরণে দগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই সংখ্যাটি ১৪-১৫ জন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার৷ এদিকে কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে দৈনিক প্রথম আলো পত্রিকা উদ্বৃত করেছে এভাবে, ‘‘কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না৷”

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

উল্লেখ্য, শনিবার দুর্ঘটনা ঘটা অক্সিজেন প্ল্যান্টটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন৷ বাংলাদেশে এরকম দুর্ঘটনা বিরল নয় ৷ সূত্র : প্রথম আলো

সাথী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহত অন্তত ৫

প্রকাশের সময় : ০১:৪০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩

বাংলাদেশ ডেস্ক : বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷ মৃতের এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা৷ বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানিয়েছে শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বেসরকারি একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে৷

বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছেন বলে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন৷ তিনি বলেন, ‘‘বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে৷ এতে অনেকে হতাহত হয়েছেন৷ সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে৷”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল৷ মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ৷ বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷ বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷

বিস্ফোরণের পর প্ল্যান্ট থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা

সেখানে উদ্ধার কাজে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম স্থানীয় সময় সন্ধ্যার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার কাজ অব্যাহত রয়েছে৷” বিস্ফোরণে পুরো প্ল্যান্টটিই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখান থেকে ওঠা ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা৷ বিকট বিস্ফোরণে অনেকের দেহের বিভিন্ন অংশ উড়ে যেতেও দেখেছেন তারা৷

বিস্ফোরণে দগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এই সংখ্যাটি ১৪-১৫ জন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার৷ এদিকে কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদকে দৈনিক প্রথম আলো পত্রিকা উদ্বৃত করেছে এভাবে, ‘‘কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এ মুহূর্তে বলা যাচ্ছে না৷”

বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলের উপকূলীয় শহর চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের পর অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন৷

অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে

উল্লেখ্য, শনিবার দুর্ঘটনা ঘটা অক্সিজেন প্ল্যান্টটি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন৷ বাংলাদেশে এরকম দুর্ঘটনা বিরল নয় ৷ সূত্র : প্রথম আলো

সাথী / হককথা