বিজ্ঞাপন :
সিগারেটের প্যাকেটে ৬৪ স্বর্ণের বার
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৩৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০১৪
- / ৮৯৯ বার পঠিত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যানসন সিগারেটের প্যাকেট থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এসময় আব্দুল লতিফ (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কাস্টমস বিভাগের সহকারী পরিচালক মজিবুর রহমান।
তিনি বলেন, ‘আব্দুল লতিফের বাসা চট্টগ্রামে। তিনি দুবাই থেকে সকালে ঢাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যানসন সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন সাড়ে ৭ কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।’