নিউইয়র্ক ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সার্চ কমিটি নিরপেক্ষ না: বিএনপি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪৬ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে সার্চ কমিটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনের পর আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সার্চ কমিটি নিরপেক্ষ কি না- এই প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা তো নিরপেক্ষ মনে করি না।

সার্চ কমিটি কি অর্থবহ হয়েছে- এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সার্চ কমিটি কোন সাবজেক্ট না। আর নিরপেক্ষ ব্যাপারটা তো অন্য ব্যাপার। কে থাকলো আর কে থাকলে নিরপেক্ষ হবে না, এটা তো কোন কথা না। আমাদের কথা পরিষ্কার, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্ট না। কারণ এমন একটি সরকারের অধিনে নির্বাচন হতে হবে এবং এমন একটি প্রশাসন থাকবে, যে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০৮ সালে হয়েছে। সেরকম একটা কমিশন দরকার।

নির্বাচন কমিশন ছাড়া তো নির্বাচন করতে পারবেন না, সেক্ষত্রে ইন্টারেস্ট না হওয়ার কারণ কি- এই প্রশ্নের জবাবে টুকু বলেন, আমি বললাম সরকার। কমিশন কি করবে? নির্বাচন তো পরিচালনা করবে সরকার। এই সরকার থাকলে নির্বাচন কমিশন দিয়ে কি হবে? আর নির্বাচন কমিশন তখনই কার্যরক্রয় হবে যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা মনে করি, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা যে সার্চ কমিটি কিংবা নির্বাচন কমিশনই হোক- এই সরকার থাকলে বিএনপি কোন নির্বাচনে যাবে না। আর এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এব্যাপারে আমরা কোন মন্তব্যও করতে চাই না।

নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে- ক্ষমতাসীনদের এই বক্তব্যের প্রতি দৃষ্ঠি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই সরকার তো অনেক কিছুই বলে। এরআগেও বলেছিল, এই কমিটি টা নিরপেক্ষ। তারা নিরপেক্ষ লোক। তারপরে যে কমিশন আমরা পেয়েছিলাম- সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা জঘন্য নির্বাচন কমিশন। তবে দেখা যাক কি হয়।

‘আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকারের অধিনে নির্বাচন তো ইসি করে না- নির্বাচন করে প্রশাসন। আর প্রশাসন তো সরকারের অধিনে। এই সরকারের অধিনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা প্রমাণিত হয়ে গেছে।’

আরেক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি থেকে নির্বাচন কমিশন গঠনের জন্য কোন আইনের কথা বলা হয়েছিল, সেটা আমার মনে পড়ে না। আর কেউ যদি বলে থাকেন তাহলে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আর আইনের ব্যাপারে দলীয়ভাবে কোন মতামত দেয়া হয়নি। যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, আর ম্যাডাম (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) অসুস্থ হওয়ার আগে যখন বাইরে ছিলেন, উনি বলেছেন যে, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও আমরা মনে করি, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং এই সরকার ক্ষমতায় থেকে যে নির্বাচন করবে, সেখানে যত বড় কমিশন গঠনই হোক না, কোন কিছুতেই কিছু হবে না।খবর বাংলাদেশ জার্নাল

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সার্চ কমিটি নিরপেক্ষ না: বিএনপি

প্রকাশের সময় : ০৬:১৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে সার্চ কমিটি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনের পর আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সার্চ কমিটি নিরপেক্ষ কি না- এই প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা তো নিরপেক্ষ মনে করি না।

সার্চ কমিটি কি অর্থবহ হয়েছে- এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, সার্চ কমিটি কোন সাবজেক্ট না। আর নিরপেক্ষ ব্যাপারটা তো অন্য ব্যাপার। কে থাকলো আর কে থাকলে নিরপেক্ষ হবে না, এটা তো কোন কথা না। আমাদের কথা পরিষ্কার, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে ইন্টারেস্ট না। কারণ এমন একটি সরকারের অধিনে নির্বাচন হতে হবে এবং এমন একটি প্রশাসন থাকবে, যে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০৮ সালে হয়েছে। সেরকম একটা কমিশন দরকার।

নির্বাচন কমিশন ছাড়া তো নির্বাচন করতে পারবেন না, সেক্ষত্রে ইন্টারেস্ট না হওয়ার কারণ কি- এই প্রশ্নের জবাবে টুকু বলেন, আমি বললাম সরকার। কমিশন কি করবে? নির্বাচন তো পরিচালনা করবে সরকার। এই সরকার থাকলে নির্বাচন কমিশন দিয়ে কি হবে? আর নির্বাচন কমিশন তখনই কার্যরক্রয় হবে যখন একটা নিরপেক্ষ সরকার থাকবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা মনে করি, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সেটা যে সার্চ কমিটি কিংবা নির্বাচন কমিশনই হোক- এই সরকার থাকলে বিএনপি কোন নির্বাচনে যাবে না। আর এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এব্যাপারে আমরা কোন মন্তব্যও করতে চাই না।

নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা হয়েছে- ক্ষমতাসীনদের এই বক্তব্যের প্রতি দৃষ্ঠি আকর্ষণ করা হলে তিনি বলেন, এই সরকার তো অনেক কিছুই বলে। এরআগেও বলেছিল, এই কমিটি টা নিরপেক্ষ। তারা নিরপেক্ষ লোক। তারপরে যে কমিশন আমরা পেয়েছিলাম- সেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা জঘন্য নির্বাচন কমিশন। তবে দেখা যাক কি হয়।

‘আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকারের অধিনে নির্বাচন তো ইসি করে না- নির্বাচন করে প্রশাসন। আর প্রশাসন তো সরকারের অধিনে। এই সরকারের অধিনে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা প্রমাণিত হয়ে গেছে।’

আরেক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি থেকে নির্বাচন কমিশন গঠনের জন্য কোন আইনের কথা বলা হয়েছিল, সেটা আমার মনে পড়ে না। আর কেউ যদি বলে থাকেন তাহলে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। আর আইনের ব্যাপারে দলীয়ভাবে কোন মতামত দেয়া হয়নি। যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি, আর ম্যাডাম (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) অসুস্থ হওয়ার আগে যখন বাইরে ছিলেন, উনি বলেছেন যে, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। এখনও আমরা মনে করি, এই সরকারের অধিনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং এই সরকার ক্ষমতায় থেকে যে নির্বাচন করবে, সেখানে যত বড় কমিশন গঠনই হোক না, কোন কিছুতেই কিছু হবে না।খবর বাংলাদেশ জার্নাল

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
হককথা/এমউএ