নিউইয়র্ক ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ চলছে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৮৯ বার পঠিত

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

বাংলাদেশ ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা বৈঠকে উপস্থিত আছেন।

ইসির পক্ষ থেকে বলা হয়েছে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় ৩৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার কথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে। সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্রের সঙ্গে ধারণাপত্রও দিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। যা নিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে ইসিকে।

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি। সেজন্য সেরে নিচ্ছে সব ধরণের প্রস্তুতি। সূত্র : বাংলাদেশ জার্নাল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ চলছে

প্রকাশের সময় : ০৫:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বাংলাদেশ ডেস্ক : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ইসির বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা বৈঠকে উপস্থিত আছেন।

ইসির পক্ষ থেকে বলা হয়েছে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় ৩৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করার কথা জানানো হয়েছিল নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে। সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে আমন্ত্রণপত্রের সঙ্গে ধারণাপত্রও দিয়েছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। যা নিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে ইসিকে।

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি। সেজন্য সেরে নিচ্ছে সব ধরণের প্রস্তুতি। সূত্র : বাংলাদেশ জার্নাল