নিউইয়র্ক ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সাংবাদিকদের নিয়ে ইসির নীতিমালা প্রত্যাখ্যান, আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ১১৮ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : ভোটের দিনে মোটরসাইকেল ব্যবহার করতে না দেওয়াসহ সাংবাদিকদের জন্য নির্বাচনের সময় পেশাগত কাজ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক নীতিমালা প্রত্যাখ্যান করছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)। কোনো ধরণের আলোচনা ছাড়াই কমিশন এ নীতিমালা করেছে বলে অভিযোগ ফোরামের।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই ধরণের সাংবাদিকতা বিরোধী নীতিমালা প্রণয়ন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মানে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার শামিল।

আরোও পড়ুন ।ডা. জাফরুল্লার ইন্তেকাল : বিবেকের কণ্ঠস্বরের বিদায়

তারা জানান, এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট যে ৭ দফা দাবি জানানো হয়েছিলো তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। যাতে বিটে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত। যদি নিজেদের মতো করে নীতিমালা করবেই কমিশন তাহলে কেন সাংবাদিকদের ডেকে মতামত নেওয়া হলো? আমরা মনে করি আলোচনা করে নীতিমালা প্রণয়নের কথা বলে ইসি সাংবাদিকদের সাথে প্রহসন করেছে। অবিলম্বে প্রণীত নীতিমালা বাতিল করে সাংবাদিক সহায়ক নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন তারা। নতুবা সাংবাদিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বেলী / হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সাংবাদিকদের নিয়ে ইসির নীতিমালা প্রত্যাখ্যান, আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের সময় : ০১:২৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

বাংলাদেশ ডেস্ক : ভোটের দিনে মোটরসাইকেল ব্যবহার করতে না দেওয়াসহ সাংবাদিকদের জন্য নির্বাচনের সময় পেশাগত কাজ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক নীতিমালা প্রত্যাখ্যান করছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)। কোনো ধরণের আলোচনা ছাড়াই কমিশন এ নীতিমালা করেছে বলে অভিযোগ ফোরামের।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির সাধারণ সম্পাদক মুকিমুল আহসান হিমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ বলেন, আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই ধরণের সাংবাদিকতা বিরোধী নীতিমালা প্রণয়ন করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সংগ্রহে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা মানে সাংবাদিকতা নিয়ন্ত্রণ করার শামিল।

আরোও পড়ুন ।ডা. জাফরুল্লার ইন্তেকাল : বিবেকের কণ্ঠস্বরের বিদায়

তারা জানান, এছাড়াও সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট যে ৭ দফা দাবি জানানো হয়েছিলো তার কোনোটি গ্রহণ করেনি নির্বাচন কমিশন। যাতে বিটে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত। যদি নিজেদের মতো করে নীতিমালা করবেই কমিশন তাহলে কেন সাংবাদিকদের ডেকে মতামত নেওয়া হলো? আমরা মনে করি আলোচনা করে নীতিমালা প্রণয়নের কথা বলে ইসি সাংবাদিকদের সাথে প্রহসন করেছে। অবিলম্বে প্রণীত নীতিমালা বাতিল করে সাংবাদিক সহায়ক নীতিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন তারা। নতুবা সাংবাদিকরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বেলী / হককথা