নিউইয়র্ক ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সহযোগিতা বাড়াতে জেবিক’র সঙ্গে সমঝোতা স্মারক সই প্রয়োজন’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯ বার পঠিত

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন-জেবিকের গভর্নর নবোমিৎসু হায়াসি বলেছেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পারিক স্বার্থ সংরক্ষণে জেবিকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা প্রয়োজন। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে জেবিক-এর গভর্নর নবোমিৎসু হায়াসি সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ কথা বলেন। এ সময় তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন।।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ গভর্নরকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন। জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। জাপানিজ কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। জেবিক চলমান ও আগত প্রকল্পগুলোতে অর্থায়ন করতে পারে।’ এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন। জেবিকের গভর্নর বাংলাদেশের সঙ্গে আরও সুসম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দেন।

প্রসঙ্গত, বিবিয়ানা ৩ হাজার ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রে জেবিক অর্থায়ন করেছে। গ্যাস মিটার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম এগিয়ে চলছে। আলোচনাকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও জেবিকের দিল্লি অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোসিহিকো কুরিহারা উপস্থিত ছিলেন।  সূত্রঃ বাংলা ট্রিিবিউন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সহযোগিতা বাড়াতে জেবিক’র সঙ্গে সমঝোতা স্মারক সই প্রয়োজন’

প্রকাশের সময় : ১২:৩৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন-জেবিকের গভর্নর নবোমিৎসু হায়াসি বলেছেন, সহযোগিতা বাড়াতে ও পারস্পারিক স্বার্থ সংরক্ষণে জেবিকের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা প্রয়োজন। সার্বিকভাবে জ্বালানির ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াতে এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে জেবিক-এর গভর্নর নবোমিৎসু হায়াসি সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এ কথা বলেন। এ সময় তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতে অর্থায়ন বিষয়ে আলোচনা করেন।।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ গভর্নরকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যাহত উন্নয়নে বিপুল অর্থায়ন প্রয়োজন। জি-টু-জি ছাড়াও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে। জাপানিজ কোম্পানিগুলোর বাংলাদেশে কাজ করার আগ্রহ বাড়ছে। জেবিক চলমান ও আগত প্রকল্পগুলোতে অর্থায়ন করতে পারে।’ এসময় প্রতিমন্ত্রী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রেস পিরিয়ড রাখার বিষয়টি নিয়েও আলোচনা করেন। জেবিকের গভর্নর বাংলাদেশের সঙ্গে আরও সুসম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দেন।

প্রসঙ্গত, বিবিয়ানা ৩ হাজার ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎকেন্দ্রে জেবিক অর্থায়ন করেছে। গ্যাস মিটার প্রকল্পে অর্থায়ন কার্যক্রম এগিয়ে চলছে। আলোচনাকালে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও জেবিকের দিল্লি অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তোসিহিকো কুরিহারা উপস্থিত ছিলেন।  সূত্রঃ বাংলা ট্রিিবিউন