সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

- প্রকাশের সময় : ০১:০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ৫৭ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বলে জানা গেছে।
এ উপলক্ষে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা এভার কেয়ার হাসপাতালের হলরুমে সংবাদ সম্মেলন করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ম্যাডামকে বাসায় নেওয়া হবে। তার আগে মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এদিকে খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে বাসভবনে কর্মরত সবার করোনা টেস্ট করা হয়েছে। পুরো বাসভবন পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ গত ১৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিকেল টিম তার চিকিৎসা সেবা দিচ্ছে।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
হককথা/এমউএ