নিউইয়র্ক ১০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সন্তান জন্মের দুই ঘণ্টা পর পরীক্ষার হলে মা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • / ২৪ বার পঠিত

ঢাকা ডেস্ক : এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮) প্রসববেদনা নিয়ে গতকাল রাতে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সকাল নয়টায় হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন ফাতেমা আক্তার। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় তার খালার সাহায্যে বাড়ি ফিরেন তিনি। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে মানবিক বিভাগে এ কেন্দ্রে ৩৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

ফাতেমা আক্তার বলেন, ‘সকালে জন্ম নেওয়া সন্তানকে বাড়িতে রেখে আমি খালাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছি। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি।’

ফাতেমার খালা সাজেদা বেগম বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয়েছে। সন্তানকে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে।

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব অনুপ চন্দ্র দাশ বলেন, ‘সকালে সন্তান জন্ম দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি কেউ আমাদের জানায়নি। ওই পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।’

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সন্তান জন্মের দুই ঘণ্টা পর পরীক্ষার হলে মা

প্রকাশের সময় : ০৯:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮) প্রসববেদনা নিয়ে গতকাল রাতে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। আজ সোমবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। সকাল নয়টায় হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। নবজাতককে বাড়িতে রেখে দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ৪ নম্বর কক্ষে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন ফাতেমা আক্তার। পরীক্ষা শেষে বেলা সাড়ে ১১টায় তার খালার সাহায্যে বাড়ি ফিরেন তিনি। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে মানবিক বিভাগে এ কেন্দ্রে ৩৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

ফাতেমা আক্তার বলেন, ‘সকালে জন্ম নেওয়া সন্তানকে বাড়িতে রেখে আমি খালাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। আমি স্বাভাবিকভাবে পরীক্ষা দিয়েছি। আমার কোনো শারীরিক সমস্যা হয়নি।’

ফাতেমার খালা সাজেদা বেগম বলেন, ফাতেমা সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। স্বাভাবিকভাবে শিশুর জন্ম হয়েছে। সন্তানকে বাড়িতে রেখে আমাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছে।

দীঘিনালা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব অনুপ চন্দ্র দাশ বলেন, ‘সকালে সন্তান জন্ম দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি কেউ আমাদের জানায়নি। ওই পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।’