সংলাপ এখন হচ্ছে না তবে আশার প্রদীপ নেভেনি : ওবায়দুল কাদের
- প্রকাশের সময় : ০৩:২২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৪৯ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বিএনপির সঙ্গে আপাতত সংলাপ হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি বলেছেন, ‘আশার প্রদীপ কোনোদিনও নেভে না’। শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আপাতত সংলাপ নিয়ে ভাবছি না। গতকাল বলেছি, সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনও ভাবনা ও সিদ্ধান্ত নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারবো।’বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা বারবার একই কথা বলে— বিগত নির্বাচনেও তারা বারবার একই কথা বলেছে। তারা পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসেনি। এবার কী হবে জানি না।’
বিএনপি নেগেটিভ মনোভাব পোষণ করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্ত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়। এই তিনটি না হলে তারা নির্বাচনে আসবে না। আমরা বলছি- এই তিনটি বিষয়ে কোন কারণে? প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবেন? কোন কারণে তত্ত্বাবধায়ক সরকার আসবে ?’
আরোও পড়ুন। সংলাপ নিয়ে ৪ আ.লীগ নেতার ‘পাল্টাপাল্টি’ বক্তব্য
তিনি বলেন, ‘তারা (বিএনপি) বারবার বলছে, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে। এটি বাদ দিয়েছে উচ্চ আদালত, আওয়ামী লীগ নয়। তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড (মৃত) ইস্যু। এটাকে নতুন করে জীবিত করবো কেন? আমাদের এটার কোনও প্রয়োজন নেই। পৃথিবীর অন্যান্য দেশে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে কেন হবে না? আমাদের সংবিধান আছে। আর প্রধানমন্ত্রী কী কারণে পদত্যাগ করবেন? সংসদের সদস্যরা কী তাকে চান না? পার্লামেন্টে যদি তিনি মেজরিটি হারান তাহলে তিনি পদত্যাগ করতে পারেন। এ ছাড়া অন্য কোনও কারণ নেই।’
নির্বাচনে না এসে বিএনপির ‘আগুন সন্ত্রাসের তৎপরতা ও নির্বাচনে বাধা’ দেওয়ার ইচ্ছা থাকতে পারে উল্লেখ সরকার দলের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে নিজেরাই মার্কিন ভিসানীতির ফাঁদে পড়েছে। আগুন সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়মনীতির আওতায় পড়ে। এটা শোনার পর তাদের মুখ শুকিয়ে গেছে, যদিও তারা মুখে বলছে না।’
এ ছাড়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে (মোহাম্মদ এ আরাফাত) দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানান তিনি। গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সূত্র : বাংলা ট্রিবিউন
সুমি/হককথা


















