নিউইয়র্ক ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ মাওলানা ভাসানীকে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / ১৪১ বার পঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ কর্মসূচিতে অংশ নিয়ে মেহনতি ও নিপীড়িত জনগণের এই নেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দিন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নেয় দেশের বিভিন্ন দল ও সংগঠন। প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল: মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাপ, টাঙ্গাইল প্রেস ক্লাব, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন দল ও সংগঠন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): দিনটি উপলক্ষে উপজেলার মনিরামপুর বাজারের বাসদ কার্যালয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আয়োজন কমিটির উদ্যোগে মজলুম জননেতার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক সিদ্দীকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় গণফ্রন্ট নেতা কাজী শওকত, উপজেলা বাসদের সদস্য সচিব আতাউর রহমান পিন্টু, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা গ্রামে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবিউল আউয়াল বিএসসি, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কাটাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন ছামিউল আলম রাসু, ভূমিহীন আন্দোলনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক নান্নু মিয়া, জাফরুল ইসলাম, আতাউর রহমান সাবু, রাজা মিয়া রাজু, মিনহাজ প্রমুখ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ মাওলানা ভাসানীকে

প্রকাশের সময় : ০৭:৩৭:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণসহ কর্মসূচিতে অংশ নিয়ে মেহনতি ও নিপীড়িত জনগণের এই নেতাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ দিন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি নেয় দেশের বিভিন্ন দল ও সংগঠন। প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল: মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরহাদ হোসেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা পরিষদ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, ন্যাপ, টাঙ্গাইল প্রেস ক্লাব, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, নিরাপদ সড়ক চাইসহ বিভিন্ন দল ও সংগঠন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): দিনটি উপলক্ষে উপজেলার মনিরামপুর বাজারের বাসদ কার্যালয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আয়োজন কমিটির উদ্যোগে মজলুম জননেতার জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক সিদ্দীকির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বাসদ সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় গণফ্রন্ট নেতা কাজী শওকত, উপজেলা বাসদের সদস্য সচিব আতাউর রহমান পিন্টু, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহ আলম প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বেতারা গ্রামে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কৃষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবিউল আউয়াল বিএসসি, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কাটাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লায়ন ছামিউল আলম রাসু, ভূমিহীন আন্দোলনের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক নান্নু মিয়া, জাফরুল ইসলাম, আতাউর রহমান সাবু, রাজা মিয়া রাজু, মিনহাজ প্রমুখ।