বিজ্ঞাপন :
শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১২৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকাল ৪টায় সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সূচি অনুযায়ী সোমবার বিকাল ৪টায় রাষ্ট্রপতির কার্যালয়ে তারা মতবিনিময়ে অংশ নেবেন।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান।খবর বাংলাদেশ জার্নাল
হককথা / এমউএ
Tag :