নিউইয়র্ক ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শপথ নিলেন মেয়র আইভী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৩ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ গ্রহণ করেছেন৷ বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।

টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে শপথ নিলেন মেয়র আইভী৷ মেয়র আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম৷

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন সম্পন্ন হয়েছে৷ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুণরায় নির্বাচিত করায় জনগণের প্রতি ধন্যবাদ জানাচ্ছি৷’

মেয়রসহ সকল কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

বুধবার মেয়র ছাড়া নবনির্বাচিত নাসিকের ৩৬ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন৷

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এইবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।খবর বাংলাদেশ জার্নাল

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। গত ২৭ জানুয়ারি এই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শপথ নিলেন মেয়র আইভী

প্রকাশের সময় : ০৫:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শপথ গ্রহণ করেছেন৷ বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়।

টানা তৃতীয়বারের মতো সিটি মেয়র হিসেবে শপথ নিলেন মেয়র আইভী৷ মেয়র আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম৷

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন সম্পন্ন হয়েছে৷ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পুণরায় নির্বাচিত করায় জনগণের প্রতি ধন্যবাদ জানাচ্ছি৷’

মেয়রসহ সকল কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

বুধবার মেয়র ছাড়া নবনির্বাচিত নাসিকের ৩৬ জন কাউন্সিলরও শপথ নিয়েছেন৷

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রে এইবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়েছে। এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৭ হাজার ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।খবর বাংলাদেশ জার্নাল

এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। গত ২৭ জানুয়ারি এই নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়।
হককথা/এমউএ