নিউইয়র্ক ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১২০ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। এর আগে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে সমাবেশ স্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। জানা যায়, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এই শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি। উপস্থিত নেতা-কর্মীরা জানান, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র, বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাজধানীতে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশের সময় : ০৭:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বাংলাদেশ ডেস্ক : বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীতে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৪টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হয়। এর আগে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে সমাবেশ স্থলে আসতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর মিছিল নিয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। জানা যায়, দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সরকারের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এই শান্তি সমাবেশ আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে দলটি। উপস্থিত নেতা-কর্মীরা জানান, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র, বিশৃঙ্খলা প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা