যুক্তরাষ্ট্রে ৬ জানুয়ারি গণতন্ত্রের নামে কী হলো?
- প্রকাশের সময় : ০২:৪১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৩৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে বলেন, সেখানে ৬ জানুয়ারি গণতন্ত্রের নামে কী হলো? ৬ টি প্রাণ ঝড়ে গেল। ডোনাল্ড ট্রাম্প এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। তিনি বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। গণতনন্ত্রের অনুশীলনে সবক্ষেত্রেই কিছু না কিছু ত্রুটি আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবাই মুখে যে গণতন্ত্রের কথা বলছে, বাস্তবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ খুঁজে পাওয়া দুষ্কর। কিছু না কিছু ত্রুটি আছে। আমাদের গণতন্ত্রও সম্পূর্ণ ত্রুটিমুক্ত বলছি না। ত্রুটিমুক্ত করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করা হয়েছে।
আরোও পড়ুন। সব সমীকরণে সাফল্য দেখছে আ.লীগ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে ‘বিদেশি চাপ’ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্যদেশেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যুক্তিযুক্ত মনে করি না। খালেদা জিয়ার বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। সূত্র : যুগান্তর
সুমি/হককথা