‘যখন খুনের রাজনীতি শুরু হয় তখন বিএনপির জন্মই হয়নি’
- প্রকাশের সময় : ১২:৫১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১১৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজকে আওয়ামী লীগের নেতারা বলছেন, বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। আরে, যখন খুনের রাজনীতি শুরু হয় তখন তো বিএনপির জন্মই হয়নি। খুনের রাজনীতি দেখেছি ৭৪-৭৫ সালে। ৭২ থেকে ৭৫ সালে ৩০ হাজার যুবকের রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনই খুনের রাজনীতি করে নাই। বরং, শহীদ জিয়া ও খালেদা জিয়ার শাসনামলে দেশ অনেক ভালো অবস্থানে গিয়েছিল। এদেশ তখন বিশ্বের কাছে ‘ইমাজিং টাইগার’ হিসেবে চিহ্নিত হয়েছিল। চোর-বাটপার ছিল না। আজকে সেই বাংলাদেশকে বলা হচ্ছে লুটেরাদের রাষ্ট্র।
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, মাঝখানে কয়েকদিন আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায়-অবিচার ও জেল-জুলুম বন্ধ ছিল। কী কারণে বন্ধ ছিল, তা জানি না। এখন আবার সব শুরু হয়েছে। জীবিত গ্রেপ্তার হচ্ছে, আর মারা গিয়ে বের হচ্ছে। আমাদের কর্মী আবুল বাশার, ইদ্রিস মণ্ডলকে পিটিয়ে মেরে ফেলা হলো। আর লম্বা লম্বা কথা বলেন, আমরা খুনি রাজনীতি করি না।
মির্জা আব্বাস বলেন, নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিন যাবত সরকারি কর্মকর্তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী নন, এরা আওয়ামী লীগের চাকর-বাকর। তারা ফরমায়েশি কথা বলছেন। ফরমায়েশি রায় দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা জেল ও মৃত্যুকে ভয় পায় না। সূত্র : সাম্প্রতিক দেশকাল
সুমি/হককথা