মোমেনের সাথে ‘উচ্চ পর্যায়ের’ সংলাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

- প্রকাশের সময় : ০২:২১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ২৮ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : বাণিজ্য, বিনিয়োগ ও সামরিক সহযোগিতাসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ‘উচ্চ পর্যায়ের’ সংলাপে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।
আজ বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়েছে। যৌথ পরামর্শ সভায় বসার আগে সেখানেই একান্ত বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন ও ফয়সালের বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর দুদেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ড. মোমেনের আমন্ত্রণে দুদিনের সফরে গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আজ দুপুরের পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গতকাল বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আমাদের শ্রম বাজারের ইস্যুটি থাকেই। তাছাড়া আমরা তাদের কাছ থেকে বিনিয়োগ চাই। এ সফরে বাণিজ্য-বিনিয়োগ এবং জনশক্তি রপ্তানিসহ নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে। এছাড়া একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা করছি।
এর আগে ২০১৯ সালে সৌদি আরবের সাথে সামরিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
দুই দেশের সামরিক সহযোগিতা ও সৌদি আরবে থাকা রোহিঙ্গা শরণার্থীদের পাসপোর্ট দেওয়াসহ বিভিন্ন বিষয় আলোচনা আসবে বলে কর্মকর্তারা জানান।
হককথা/এমউএ