মিষ্টি নিয়ে কামরানের বাসায় আরিফ ॥ ১৫ মিনিট অবস্থান
- প্রকাশের সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
- / ৬০৮ বার পঠিত
মুহাজিরুল ইসলাম রাহাত: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের বদর উদ্দিন কামরানের বাসায় গেছেন ফলাফলে এগিয়ে থাকা বিএনপির আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মিষ্টি নিয়ে তিনি কামরানের ছড়ার পারের বাসায় যান। এসময় আরিফুলের সাথে তার স্ত্রী শ্যামা হক ও মেয়ে সায়ইকা তাবাসসুম চৌধুরী ছিলেন।
আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান। বদর উদ্দিন কামরানও তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আরিফুল। উল্লেখ্য, সিসিক নির্বাচনে ১৩২টি কেন্দ্র থেকে পাওয়া বেসরকারি ফলে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ হাজার ভোট। অপরদিকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। এর ফলে কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আরিফ।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দীন আহমেদ কামরানের বাসায় ১৫ মিনিট সময় কাটিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তারা উভয়ে সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। সোমবার (৩০ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে আরিফুল হক প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে আছেন। মোট ১৩৪টি কেন্দ্রের মাঝে ঘোষণা করা হয়েছে ১৩২ কেন্দ্রের ফলাফল। এরমাঝে বিএনপি প্রার্থী পেয়েছে, ৯০৪৯৬ ভোট আর আওয়ামী লীগ প্রার্থী পেয়েছে ৮৫৮৭০ ভোট। মঙ্গল বিকেল ৪টার দিকে কামরানের বাড়িতে যান আরিফুল হক।
কামরান ও আরিফুল কুশল বিনিময় করেন, কোলাকুলি করেন। প্রায় পনেরো মিনিট থাকার পর বিকেল পৌনে পাঁচটার দিকে আরিফুল হক, কামরানের বাসা থেকে বের হন। তবে কামরানের বাসা থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থারত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি আরিফুল। কামরানও এ নিয়ে কোনো কথা বলেননি। (প্রতিদিনের সংবাদ/নয়া দিগন্ত)