মন্ত্রীর জামাতাকে ভিআইপি সুবিধা দিতে মন্ত্রণালয়ের চিঠি!
- প্রকাশের সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ৩৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমানকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্তাজিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি দিতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। গত মঙ্গলবার বিমানবন্দরের পরিচালককে পাঠানো মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) ড. অমিতাভ চক্রবর্ত্তী স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।
আরোও পড়ুন । সংকটে শিল্পোৎপাদন
চিঠিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর ই কে- ৫৮৬) দুবাই থেকে হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ প্রটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাস প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রটোকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও এতে জানানো হয়।
সূত্র : আমাদের সময়
বেলী/হককথা