বুধবার রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি
- প্রকাশের সময় : ০৩:৪৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ২২ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : দশদফা দাবি আদায়ে নতুন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।এর অংশ হিসেবে বুধবার (১৭ মে) দলটি রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলীয় সূত্র জানায়, নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, গ্রেফতার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের দুর্নীতিনি ১০ দফা দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ পদযাত্রা কর্মসূচি পালিত হবে।
মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে খিলগাঁও থানাধীন জোড়পুকুর খেলার মাঠের সামনে থেকে। শেষ হবে মালিবাগ মোড়ে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা রয়েছে। অন্যদিকে মহানগর উত্তর বিএনপির পদযাত্রা শুরু হবে রাজধানীর সুভাস্তু টাওয়ারের সামনে থেকে। শেষ হবে রামপুরা রেলগেটে। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। তাদের দাবি, পদযাত্রা করতে ইতোমধ্যে মৌখিক সম্মতি দিয়েছে পুলিশ। একই দাবিতে মহানগর উত্তর বিএনপি আগামী ২৩ মে পদযাত্রা করবে বলে জানা গেছে। যদিও রুট এখনো জানা যায়নি। সুত্র : পূর্বপশ্চিম
সুমি/হককথা