বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব এখনও আসেনি : অর্থমন্ত্রী

- প্রকাশের সময় : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৩৫ বার পঠিত
ঢাকা ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনও প্রস্তাব এখনও অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি।
তবে তিনি বলেন, মোট ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার। যখন প্রয়োজন হবে, সরকার তখনই এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে।
আজ বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রসঙ্গে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। সেটি বাড়ানোর জন্য সরকার বিভিন্ন উদ্যাগও নিয়েছে। আমি বিশ্বাস করি, এখন সবাই ভালো অবস্থানে আছেন। বিদ্যুতের প্রাইজ বাড়ানো হবে কি না, সে প্রস্তাবনা এখনও আমাদের কাছে আসেনি। এলে আপনাদের কাছে সেটি শেয়ার করবো। তখন আপনারাও জানতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোতে ‘নো পাওয়ার নো পেমেন্ট’ করছি। এখানে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো ছিলো সেগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে। এ মুহূর্তে আমাদের এখানে তারা আরও দু-এক বা পাঁচ বছর অপারেট করবে, সেজন্য কোনও এক্সট্রা চার্জ দিতে হবে না। যখন তাদের কাছ থেকে ইলেক্ট্রিসিটি তখন শুধু ওই পরিমাণ ইলেক্ট্রিসিটির চার্জ দিতে হবে।
তিনি আরও বলেন, এখানে আমরা কোনভাবেই লোকসান করার সুযোগ রাখিনি। নতুন মেয়াদে বিদ্যুতের ক্রয়মূল্যও আগের চেয়ে কমবে।