বিকেলে হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে
- প্রকাশের সময় : ০৪:১৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ৩৩ বার পঠিত
ঢাকা ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল তিনটায় ম্যাডামকে হাসপাতালে নেয়া হবে।
এদিকে, বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আসা যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরী পরীক্ষা-নিরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে অদ্য শনিবার বেলা তিনটায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। হাসপাতালে আসা যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি
এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেয়ার পর গত রবিবার সন্ধ্যায় বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।