নিউইয়র্ক ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিএনপি নেতা মজনু একদিনের রিমান্ডে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ১৪৩ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। অপরদিকে, মজনুর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরোও পড়ুন । ‘চাঁদ, তোর বুকের পাটা কত বড় দেখে নিতাম : ডা. মুরাদ

এদিকে, মজনুর গ্রেফতারের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতারা। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২৭ মে শনিবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।

গত রোববার মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ সাংবাদিকদের বলেন, বিএনপির ওই নেতাকে মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সূত্র : মানবজিমন

বেলী/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিএনপি নেতা মজনু একদিনের রিমান্ডে

প্রকাশের সময় : ১২:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

বাংলাদেশ ডেস্ক : রাজধানীর পল্টন থানার বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহীন মিয়া। অপরদিকে, মজনুর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিন তার জামিনের আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরোও পড়ুন । ‘চাঁদ, তোর বুকের পাটা কত বড় দেখে নিতাম : ডা. মুরাদ

এদিকে, মজনুর গ্রেফতারের প্রতিবাদে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র নেতারা। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ ও ২৪ মে থানা এবং ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ মিছিল। ২৭ মে শনিবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ।

গত রোববার মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ডিবির মতিঝিল বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ সাংবাদিকদের বলেন, বিএনপির ওই নেতাকে মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সূত্র : মানবজিমন

বেলী/হককথা