নিউইয়র্ক ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বিএনপি এক দফা কর্মসূচি চূড়ান্ত, সমমনা দলগুলোকে জানানো হবে মেসেজে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৭০ বার পঠিত

ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশ ডেস্ক : সরকার পতনে এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া সমাবেশ থেকেই এই কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বকে এই কর্মসূচি মেসেজে জানিয়ে দেওয়া হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্বাধীন ৩৭ দল একযোগে বিকালে এই কর্মসূচি ঘোষণা করবে পৃথক সমাবেশ থেকে।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে বেলা ২টায়। এর আগে বেলা ১২টার দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এক দফা আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন। যেটি বিএনপি মহাসচিব বিকাল ৪টার দিকে নয়াপল্টনের সমাবেশ থেকে ঘোষণা করবেন। প্রায় একই সময়ে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে যুগপৎ ধারায় যুক্ত বিরোধী দলগুলোও।

কী থাকছে এক দফার ঘোষণায় সেটি নিয়ে বিএনপি ও জোট নেতা গত এক সপ্তাহ ধরে গবেষণা করেছেন। কিছুদিন ধরে আলোচনা শেষে প্রস্তুত করা হয়েছে এক দফা।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

বিএনপি ও একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন কর্মসূচি। পদযাত্রা, সমাবেশ ও মানববন্ধন প্রকৃতির এই একই কর্মসূচি সব দল ঘোষণা করবে। পালনও করা হবে যুগপৎভাবে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা সবাই একযোগে কর্মসূচি ঘোষণা করবো। দুপুরের পর বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা), গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ লেবার পার্টি, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে প্রায় কাছাকাছি সময়ে ঢাকার ১২টি জায়গা থেকে সরকার হটানোর এক দফার ঘোষণা দেবে ৩৭টি রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী কী পদক্ষেপ নেবে, সেই ঘোষণাও দেওয়া হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবে, ১২–দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেসক্লাবের সামনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে, গণ অধিকার পরিষদ (নূর) কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে, অপর অংশ জাতীয় প্রেসক্লাবে, গণতান্ত্রিক বাম ঐক্য, গণতান্ত্রিক পেশাজীবী জোট ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রেসক্লাবের সামনে, লেবার পার্টি নয়াপল্টনে দলটির কার্যালয়ে আজ এক দফার ঘোষণা দেবে। এ ছাড়া একই সময়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক দফার প্রতি সমর্থন জানাবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই সরকারের পদত্যাগকে ‘এক দফা’ হিসেবে বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে ঐকমত্যে পৌঁছেছে। এক দফার সঙ্গে সংবিধান সংশোধন করে রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখাও ঘোষণা হতে পারে। – সূত্র : সাম্প্রতিক দেশকাল

নাসরিন /হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বিএনপি এক দফা কর্মসূচি চূড়ান্ত, সমমনা দলগুলোকে জানানো হবে মেসেজে

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

বাংলাদেশ ডেস্ক : সরকার পতনে এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া সমাবেশ থেকেই এই কর্মসূচি ঘোষণা করা হবে। যুগপৎ আন্দোলনে থাকা বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতৃত্বকে এই কর্মসূচি মেসেজে জানিয়ে দেওয়া হবে। সরকার বিরোধী আন্দোলনে থাকা বিএনপির নেতৃত্বাধীন ৩৭ দল একযোগে বিকালে এই কর্মসূচি ঘোষণা করবে পৃথক সমাবেশ থেকে।

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে বেলা ২টায়। এর আগে বেলা ১২টার দিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এক দফা আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন। যেটি বিএনপি মহাসচিব বিকাল ৪টার দিকে নয়াপল্টনের সমাবেশ থেকে ঘোষণা করবেন। প্রায় একই সময়ে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে একই কর্মসূচি ঘোষণা করবে যুগপৎ ধারায় যুক্ত বিরোধী দলগুলোও।

কী থাকছে এক দফার ঘোষণায় সেটি নিয়ে বিএনপি ও জোট নেতা গত এক সপ্তাহ ধরে গবেষণা করেছেন। কিছুদিন ধরে আলোচনা শেষে প্রস্তুত করা হয়েছে এক দফা।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

বিএনপি ও একাধিক বিরোধী দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে নতুন কর্মসূচি। পদযাত্রা, সমাবেশ ও মানববন্ধন প্রকৃতির এই একই কর্মসূচি সব দল ঘোষণা করবে। পালনও করা হবে যুগপৎভাবে।

১২ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা সবাই একযোগে কর্মসূচি ঘোষণা করবো। দুপুরের পর বিএনপির পক্ষ থেকে আমাদের জানানো হবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার বিএনপির সঙ্গে যুগপৎভাবে কর্মসূচি ঘোষণা করবে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা), গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ লেবার পার্টি, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে প্রায় কাছাকাছি সময়ে ঢাকার ১২টি জায়গা থেকে সরকার হটানোর এক দফার ঘোষণা দেবে ৩৭টি রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী কী পদক্ষেপ নেবে, সেই ঘোষণাও দেওয়া হবে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবে, ১২–দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেসক্লাবের সামনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে, গণ অধিকার পরিষদ (নূর) কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে, অপর অংশ জাতীয় প্রেসক্লাবে, গণতান্ত্রিক বাম ঐক্য, গণতান্ত্রিক পেশাজীবী জোট ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রেসক্লাবের সামনে, লেবার পার্টি নয়াপল্টনে দলটির কার্যালয়ে আজ এক দফার ঘোষণা দেবে। এ ছাড়া একই সময়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক দফার প্রতি সমর্থন জানাবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।

বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবাই সরকারের পদত্যাগকে ‘এক দফা’ হিসেবে বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন যাত্রা শুরু করতে ঐকমত্যে পৌঁছেছে। এক দফার সঙ্গে সংবিধান সংশোধন করে রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখাও ঘোষণা হতে পারে। – সূত্র : সাম্প্রতিক দেশকাল

নাসরিন /হককথা