বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

- প্রকাশের সময় : ০৭:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১০৪ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি।
বাচ্চু মিয়া বলেন, ‘নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন। সেখান থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে নিয়ে আসেন। তার মাথায় আঘাত লেগেছিল। বিকাল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্য রাস্তায় পড়ে আছেন। ছবি: সংগৃহীত
আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ করার কথা ছিল। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সূত্র : দৈনিক ইত্তেফাকের