বাবুলের কর্মকাণ্ডকে নাটক দাবি মেয়র প্রার্থী আনোয়ারের
- প্রকাশের সময় : ১২:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১২৩ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিয়েই চলেছেন সিলেট সিটি নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম। অভিযোগের কোনো সুরাহা না হওয়ায় গতকাল তিনি প্রেস ব্রিফিং করে নগরবাসীর কাছে নালিশ দিলেন এবং জানিয়ে দিলেন আরিফ ও মাহমুদুল মাঠ ছেড়ে দিলেও তিনি ছাড়বেন না। শেষ পর্যন্ত লড়াই করবেন। তবে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল বাবুলের অভিযোগের পাহাড়কে নাটক বলে দাবি করেছেন। গতকাল বিকাল ৪টায় মহানগরের কুমারপাড়াস্থ নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন জাতীয় পার্টির প্রার্থী বাবুল। এ সময় তিনি বলেছেন, ‘সিলেটে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। বাধ্য হয়ে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও হাত পাখার প্রার্থী মাহমুদুল হাসান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন সরকার দলীয় প্রার্থীর টার্গেট আমি। বিভিন্নভাবে আমাকে চাপে রাখা হচ্ছে। আমার কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। ছিড়ে ফেলা হচ্ছে আমার ব্যানার-ফেস্টুন।
ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে। কিন্তু আমি কিছুতেই ভোটের মাঠ ছাড়বো না।’ তিনি জানান, ‘দিন যতই যাচ্ছে, পরিস্থিতি ও পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠছে। তবে জীবন গেলেও আমি আমার প্রিয় নগরবাসীকে ছেড়ে ভোটের মাঠ ছেড়ে চলে যাবো না। সিলেটে লাঙ্গলের জোয়ার উঠেছে।’ সংবাদ সম্মেলনে বাবুল জানান, ‘নৌকার প্রার্থী নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আচরণবিধি লঙ্ঘনের ওপর লঙ্ঘন করা হলেও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখেও না দেখার ভান করছে। বরিশালের ঘটনার পর সিইসি প্রার্থী সম্পর্কে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য শুনে আমি নিজেই আতঙ্কিত।’ তিনি জানান, ‘আওয়ামী লীগের প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা এ কে এম আবু হুরায়রা (সাজু)। ওই অভিযোগের পরও নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না।’ এদিকে বৃষ্টি উপেক্ষা করে সকালে সিলেট নগরীর কাজিরবাজারে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বাবুলের অভিযোগের কর্মকাণ্ড নাটক।
আমি নির্বাচনী প্রচারে আছি। কিন্তু কখনোই কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি না। আমার চিন্তা ও চেতনায় সিলেটের মানুষ। কীভাবে আগামীতে সিলেটকে একটি স্মাট সিটিতে রূপান্তর করা যায় সে বিষয়ে আমি কথা বলছি।’ তিনি বলেন, ‘সিলেট হচ্ছে পুণ্যভূমি। এই সিলেটের মানুষ সবার সম্পর্কে ধারণা রাখেন। আমাদের উচিত হলো নগরের মানুষের ভালোমন্দ নিয়ে চিন্তা করা।’ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নৌকার জয় নিশ্চিত করুন- নেতাকর্মীদের নানক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত তৎপর। আর তাদের অপতৎপরতার জবাব দিতেও প্রস্তুত দেশের মানুষ। তিনি বলেন, বরিশাল খুলনায় মেয়র পদে আওয়ামী লীগের সঙ্গে কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতা-ই করতে পারেনি। আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনেও তাই হবে।
নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুুরী তার যোগ্যতা বলেই সিলেটবাসীর হৃদয় জয় করতে সক্ষম হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের যেকোনো চক্রান্তের জবাব ব্যালটের মাধ্যমেই দেবেন বলে আমি বিশ্বাস করি। বিশ্বাস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তিনি বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পশ্চিমাঞ্চলীয় প্রচার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নানক সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার নির্দেশ দেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ জেবুন্নেছা হক। এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ। সূত্র : মানবজমিন
বেলী/হককথা