নিউইয়র্ক ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ শুরু

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ৫৪ বার পঠিত

বাংলাদেশ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপে বসেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আজ রবিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় এ সংলাপ।
এবারের সংলাপে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য-বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক জোট ও সামরিক যোগাযোগে গুরুত্ব দিচ্ছে।
সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এবারের সংলাপ হতে পারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন বাঁক নেওয়ার বিন্দু (টার্নিং পয়েন্ট)। এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু চাওয়ার ছিল, কিন্তু সম্প্রতি বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কাছেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে।
ওই সূত্রটি জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে বিশ্ব রাজনীতির পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিজের অবস্থান সুসংহত করার বিষয়টি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভূ-রাজনীতির দিক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকার কূটনীতিক সূত্রের দাবি, বাইডেন প্রশাসনে ভিক্টোরিয়া নুল্যান্ড প্রভাবশালী কর্মকর্তা। বিদ্যমান পরিস্থিতিতে তার ঢাকা সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। খবর সাম্প্রতিক দেশকাল
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ শুরু

প্রকাশের সময় : ০২:৫২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

বাংলাদেশ ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপে বসেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আজ রবিবার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয় এ সংলাপ।
এবারের সংলাপে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে। অন্যদিকে যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য-বিনিয়োগ, ইন্দো-প্যাসিফিক জোট ও সামরিক যোগাযোগে গুরুত্ব দিচ্ছে।
সংলাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এবারের সংলাপ হতে পারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন বাঁক নেওয়ার বিন্দু (টার্নিং পয়েন্ট)। এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু চাওয়ার ছিল, কিন্তু সম্প্রতি বিশ্ব ও আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের কাছেও যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে।
ওই সূত্রটি জানায়, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেখানে বিশ্ব রাজনীতির পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিজের অবস্থান সুসংহত করার বিষয়টি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ভূ-রাজনীতির দিক থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকার কূটনীতিক সূত্রের দাবি, বাইডেন প্রশাসনে ভিক্টোরিয়া নুল্যান্ড প্রভাবশালী কর্মকর্তা। বিদ্যমান পরিস্থিতিতে তার ঢাকা সফরে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। খবর সাম্প্রতিক দেশকাল
হককথা/এমউএ