নিউইয়র্ক ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ ব্যাংকের কাছে যা জানতে চায় আইএমএফ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ৪১ বার পঠিত

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, আর পদক্ষেপ নিলে, তা সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের সাথে অনুষ্ঠিত বৈঠকে গতকাল রবিবার (৩০ অক্টোবর) আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা। এমন পরিপ্রেক্ষিতে সংস্থাটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে।

বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, আগের দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে রবিবারও আইএমএফের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইএমএফ মিশনের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা আরো কয়েকদিন চলবে।

তিনি বলেন, এক্সটেন্ডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটি, র‌্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ও র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি- এই তিনটি স্কিমের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চাওয়া হয়েছে আইএমএফের কাছে। ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র : সাম্প্রতিক দেশকাল

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে যা জানতে চায় আইএমএফ

প্রকাশের সময় : ০২:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, আর পদক্ষেপ নিলে, তা সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের সাথে অনুষ্ঠিত বৈঠকে গতকাল রবিবার (৩০ অক্টোবর) আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।

আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা। এমন পরিপ্রেক্ষিতে সংস্থাটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে।

বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, আগের দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে রবিবারও আইএমএফের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইএমএফ মিশনের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা আরো কয়েকদিন চলবে।

তিনি বলেন, এক্সটেন্ডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটি, র‌্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ও র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি- এই তিনটি স্কিমের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চাওয়া হয়েছে আইএমএফের কাছে। ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সূত্র : সাম্প্রতিক দেশকাল