নিউইয়র্ক ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশে কারফিউ জারী ও সেনা টহলের মধ্যেও কোটা সংস্কার আন্দোলন অব্যাহত : সংঘর্ষে পুলিশ সহ আরো ১০জন নিহত

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০২৪
  • / ৮৭ বার পঠিত

বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দেলনের প্রেক্ষিতে সরকারের কারফিউ জারী ও সেনা টহলের মধ্যেও শনিবার (২০ জুলাই) ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে চলছে কারফিউ। ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগেই ২ জন পুলিশ সহ আটজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে। এছাড়াও মিরপুরে ও আজিমপুরে আরো দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ী ছাড়াও ঢাকার রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুর, সায়েদাবাদে সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে শেখ হাসিরার সরকার শুক্রবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করেছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ ছিলো। তবে সেই সময় আরো বাড়ানো হয়েছে। শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকাল তিনটা পর্যন্ত কারফিউ থাকবে। মাঝে তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার বিরতি থাকবে এবং এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে বলে জানিয়েছে বিবিসি।
মন্ত্রীদের সাথে আন্দোলনকারী তিন নেতার বৈঠক
বাংলাদেশ চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধির সাথে শুক্রবার মধ্যরাতে সরকারের তিনজন মন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথা জানা যাচ্ছে। বিবিসি জানায়, শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করে কোটা সংক্রান্ত আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে আট দফা দাবি উত্থাপন করেন দুই সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং সহ-সমন্বয়ক তানভীর আহমেদ।
কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মতবিভেদ
এদিকে সরকারের তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎকারী কোটা আন্দোলনের নেতাদের মধ্যে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে থেকে দাবি তুলে ধরতে দেখা যায়। কিন্তু, আন্দোলনের আরেক সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল অভিযোগ করেছেন, এখন যেসকল সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচার করা হচ্ছে, তার কোনোটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত বা দাবি-দাওয়া বা উদ্যোগ নয়। আরিফ সোহেল বলেন, মন্ত্রীর সাথে সাক্ষাৎকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ না। তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচার করেন, তবে তারা মিথ্যাচার করছেন।
অন্যদিকে, বৈঠকে অংশ নেয়া সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে জানিয়েছেন, শুক্রবার রাতে আনুমানিক ১২/১৩ জন সম্মিলিতিভাবে কথা বলে আট দফা দাবি লিখেছেন। তিনি বলেন, এখানে কোটা সংস্কার আন্দোলনবিরোধী কোনও দাবি করা হয়নি। আর এগুলো নিয়ে আমাদের মাঝে আগেও আলোচনা হয়েছে।
ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন
বাংলাদেশের চলমান কোটা আন্দোলন ও সরকারের নেয়া উদ্যোগের প্রেক্ষিতে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্শেরন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপি-জামায়াত তাদের দলীয় সন্ত্রাসীদের ঢাকায় এনে কোটা সংস্থার আন্দোলনে যোগ করেছে। আর দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই সরকার কারফিউ জারী করেছে।
বিএনপি নেতা আমীর খসরু, নজরুল ও রিজভী আটক
অপরদিকে সারাদেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে জাতীয় সংসদের বাইরে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়েছে- বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। ওদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে দাবী করেছেন দলীয় চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান। এর আগে আটক হওয়া বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আদালতে উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশে কারফিউ জারী ও সেনা টহলের মধ্যেও কোটা সংস্কার আন্দোলন অব্যাহত : সংঘর্ষে পুলিশ সহ আরো ১০জন নিহত

প্রকাশের সময় : ০২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০২৪

বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দেলনের প্রেক্ষিতে সরকারের কারফিউ জারী ও সেনা টহলের মধ্যেও শনিবার (২০ জুলাই) ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে চলছে কারফিউ। ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগেই ২ জন পুলিশ সহ আটজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে। এছাড়াও মিরপুরে ও আজিমপুরে আরো দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ী ছাড়াও ঢাকার রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুর, সায়েদাবাদে সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের উপর পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুড়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে শেখ হাসিরার সরকার শুক্রবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করেছে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রোববার সকাল ১০টা পর্যন্ত কারফিউ ছিলো। তবে সেই সময় আরো বাড়ানো হয়েছে। শনিবার রাতে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকাল তিনটা পর্যন্ত কারফিউ থাকবে। মাঝে তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার বিরতি থাকবে এবং এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবার কারফিউ চলবে বলে জানিয়েছে বিবিসি।
মন্ত্রীদের সাথে আন্দোলনকারী তিন নেতার বৈঠক
বাংলাদেশ চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধির সাথে শুক্রবার মধ্যরাতে সরকারের তিনজন মন্ত্রীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠক নিয়ে নেতৃত্বের মধ্যে মতবিরোধের কথা জানা যাচ্ছে। বিবিসি জানায়, শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দেখা করে কোটা সংক্রান্ত আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে আট দফা দাবি উত্থাপন করেন দুই সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং সহ-সমন্বয়ক তানভীর আহমেদ।
কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মতবিভেদ
এদিকে সরকারের তিন মন্ত্রীর সাথে সাক্ষাৎকারী কোটা আন্দোলনের নেতাদের মধ্যে সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে আন্দোলনের শুরু থেকেই সামনের সারিতে থেকে দাবি তুলে ধরতে দেখা যায়। কিন্তু, আন্দোলনের আরেক সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল অভিযোগ করেছেন, এখন যেসকল সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচার করা হচ্ছে, তার কোনোটাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিদ্ধান্ত বা দাবি-দাওয়া বা উদ্যোগ নয়। আরিফ সোহেল বলেন, মন্ত্রীর সাথে সাক্ষাৎকারীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ না। তারা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচার করেন, তবে তারা মিথ্যাচার করছেন।
অন্যদিকে, বৈঠকে অংশ নেয়া সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিবিসি বাংলাকে জানিয়েছেন, শুক্রবার রাতে আনুমানিক ১২/১৩ জন সম্মিলিতিভাবে কথা বলে আট দফা দাবি লিখেছেন। তিনি বলেন, এখানে কোটা সংস্কার আন্দোলনবিরোধী কোনও দাবি করা হয়নি। আর এগুলো নিয়ে আমাদের মাঝে আগেও আলোচনা হয়েছে।
ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন
বাংলাদেশের চলমান কোটা আন্দোলন ও সরকারের নেয়া উদ্যোগের প্রেক্ষিতে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্শেরন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপি-জামায়াত তাদের দলীয় সন্ত্রাসীদের ঢাকায় এনে কোটা সংস্থার আন্দোলনে যোগ করেছে। আর দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই সরকার কারফিউ জারী করেছে।
বিএনপি নেতা আমীর খসরু, নজরুল ও রিজভী আটক
অপরদিকে সারাদেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে জাতীয় সংসদের বাইরে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। বার্তা সংস্থা বিবিসি’র খবরে বলা হয়েছে- বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। ওদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে দাবী করেছেন দলীয় চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান। এর আগে আটক হওয়া বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আদালতে উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।