বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের শ্রদ্ধা
- প্রকাশের সময় : ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ৬৭ বার পঠিত
বাংলাদেশ ডেস্ক : ঢাকা সফররত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার (১৩ আগস্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুই কংগ্রেসম্যান। এ সময় তাদের স্ত্রীরাও সঙ্গে ছিলেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কংগ্রেসম্যানরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। তারা স্মৃতি জাদুঘর ঘুরে ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
চার দিনের সফরে রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক শনিবার (১২ আগস্ট) ঢাকায় পৌঁছান। আর ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস আজ রোববার ভোরে ঢাকায় আসেন। সফরের শুরুর কর্মসূচিতে তারা ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান। সেখান থেকে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তারা। পরে কংগ্রেসম্যানরা ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা দুই কংগ্রেসম্যানের।
জানা গেছে, আগামীকাল সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দুই কংগ্রেসম্যান। ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের। আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) সব আনুষ্ঠানিকতা শেষ করে সস্ত্রীক ঢাকা ছাড়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের।