প্রধানমন্ত্রীর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার, সম্পূর্ণ সুস্থ আছেন : তথ্য সরবরাহে গোপনীয়তা
- প্রকাশের সময় : ১১:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০১৭
- / ৯২৮ বার পঠিত
নিউইয়র্ক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গল-ব্লাডার অপারেশন হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সোমবার রাতে ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে জরুরী ভিত্তিতে তার সফল অস্ত্রোপচার হয় বলে জানা গেছে। তিনি স্পূর্ণ বিশ্রামে রয়েছেন। তবে প্রধানমন্ত্রীর অবস্থান আর চিকিৎসার ব্যাপারে তথ্য প্রদানে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক আসেন এবং ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেন ও ২১ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণদান ছাড়াও জাতিসংঘের বিভিন্ন সেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী অবকাশ যাপনের জন্য গত ২২ সেপ্টেম্বর সড়ক পথে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান।
প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ব্যাপারে ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা অবস্থান করলেও তারা প্রধানমন্ত্রীর ব্যাপারে কোন তথ্য জানাচ্ছেন না। না প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা এই প্রতিনিধিকে মঙ্গলবার রাতে জানান, এব্যাপারে আমাদের কাছে জানতে না চাওয়াই ভালো। মাননীয় প্রধানমন্ত্রী সরকারী সফরে রয়েছেন, তাই সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরাই তথ্য জানাবেন।
এদিকে দৈনিক ইত্তেফাক-এর অনলাইন সংস্করের খবওে বলা হয়েছে: সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়েছে। খবরটি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল কারিম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রেস সচিব জানান, ২৫ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গল-ব্লাডারে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। সফল অস্ত্রোপচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থল (place of residence) এ ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।