নিউইয়র্ক ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নির্বাচনী সহিংসতায় মৃত্যুর দায় প্রার্থী-সমর্থকদের: ইসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
  • / ৬৬ বার পঠিত

ঢাকা ডেস্ক : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব মৃত্যুর জন্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও সমর্থকদের দায়ী করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

ভোট দিতে গিয়ে ছয়জনের মারা গেল, এ দায় কার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, এখন ভোট গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে।

৭০ শতাংশের উপরে ভোট পড়ার ধারণা করছেন তিনি। সচিবের ভাষ্য, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নির্বাচনী সহিংসতায় মৃত্যুর দায় প্রার্থী-সমর্থকদের: ইসি

প্রকাশের সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২

ঢাকা ডেস্ক : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব মৃত্যুর জন্য নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও সমর্থকদের দায়ী করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বুধবার (৫ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

ভোট দিতে গিয়ে ছয়জনের মারা গেল, এ দায় কার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকরা দায় নেবে। কারণ তারা কেন এটি করছেন? এ সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগী না হওয়ারও আহ্বান জানান সচিব।

পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, এখন ভোট গণনা চলছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে।

৭০ শতাংশের উপরে ভোট পড়ার ধারণা করছেন তিনি। সচিবের ভাষ্য, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে। এই ভোটে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।